নওগাঁ পৌর বাজার এলাকা থেকে জুয়ার আসর থেকে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় জুয়াড়িদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
শুক্রবার (৭ অক্টোবর) রাতে উপজেলার খাস নওগাঁ মরাকাটা রোড এলাকা তাদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় নওগাঁ সদর থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আত্রাই উপজেলার সিংবাচা গ্রামের জুয়েল (৩৫), কালিকাপুর গ্রামের আবদুর রশিদ (৩৫), সদর উপজেলার জালাল হোসেন (৩৫), সম্রাট হোসেন (৩২), আফতাব (৩৫), মো. তুফান (২০), জয়নুল উদ্দিন মোল্লা (৩৯), মো. সাহেব আলী (৪৬)।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সদর উপজেলার খাস নওগাঁ মরাকাটা রোড এলাকায় জুয়েলের ভাড়া করা অটো চার্জার গ্যারেজে জুয়া খেলা চলছে। পরে ওই গ্যারেজে অভিযান চালায় পুলিশ। অভিযানে সেখানে জুয়া খেলার সরঞ্জাম, ১৫ হাজার ৯২০ টাকা, ১০টি মোবাইল ফোনসহ আট জুয়াড়িকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন। মামলার পর তাদের আদালতে পাঠানো হবে।