রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি করা মালামালসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ অক্টোবর) বটিয়াঘাটা বাজার এলাকা থেকে সাবেক এক ইউপি সদস্যের মিল থেকে চুরির মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় চুরির মামলা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বটিয়াঘাটা উপজেলার শান্তিনগর এলাকার রাকিব হাওলাদার (২৬) ও হেতালবুনিয়া এলাকার মিজানুর রহমান গাজী (৬৫)।
এ সময় সাবেক ইউপি সদস্যের মিল কর্মচারী রবিউল ইসলাম পালিয়ে যান।
জানা গেছে, বটিয়াঘাটা বাজার এলাকার সাবেক ইউপি সদস্য মো. নজরুল ইসলামের রাইস মিলের ভেতরে বালুর মাঠ থেকে ৪৫ পিস লোহার পাইপ ও একটি ইঞ্জিনচালিত বোর্ডসহ রাকিব ও মিজানুরকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, সাবেক ইউপি সদস্য মো. নজরুল ইসলামের মিলের কর্মচারী পালিয়ে যাওয়া রবিউল ইসলামের বিরুদ্ধে চোরাই সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নজরুল মেম্বারের মিলে অভিযান চালায়। এসময় সেখান থেকে লোহার পাইপ, একটি ট্রলারসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।