জমকালো আয়োজনে বান্দরবানে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। শনিবার সন্ধ্যায় বান্দরবান রাজার মাঠে ফানুস উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। পরে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।
এই প্রবারণা পূর্নিমাকে বান্দরবানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মারমা সম্প্রদায় মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ নামে উদযাপন করে আসছে।
ওই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন সংগঠন ও শিল্পীরা বিভিন্ন ভাষায় গান ও নাচ পরিবেশন করেন। বর্ণিল এই আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাসিন্দারা ছাড়াও যোগ দেন দেশি বিদেশি অসংখ্য পর্যটক।