কুষ্টিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের মামলায় সালাম মন্ডল (৫২) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামি সালাম মন্ডল কুষ্টিয়া সদরের বটতৈল এলাকার বাসিন্দা।
আদালতের রাষ্ট্রপক্ষের কৌসুলি অ্যাডভোকেট আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ফেব্রুয়ারিতে ওই গৃহবধূর স্বামী বাড়িতে না থাকায় প্রতিবেশী সালাম মন্ডল ঘরে ঢুকে ভুক্তভোগীকে ধর্ষণ করেন। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।
তদন্ত শেষে কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক নিশিকান্ত সরকার অভিযুক্তর বিরুদ্ধে ২০২০ সালের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।