নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমানকে হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১০ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
এছাড়া রাজশাহীর সিনিয়র সহকারী জজ মো. হাসিবুল হোসেন লাবুকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের একান্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশের প্রধান বিচারপতির সদয় অভিপ্রায় অনুযায়ী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বর্ণিত বিচারকদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে প্রেষণে নিয়োগের নিমিত্তে তাদের চাকরি প্রধান বিচারপতির অধীন ন্যস্ত করা হলো।
গত ৩১ জুলাই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর গত ৪ অক্টোবর হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীকে রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। আর ১০ অক্টোবর হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেলেন মশিয়ার রহমান।