December 24, 2024, 4:46 pm

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, তরুণকে ছুরিকাঘাত।

অনলাইন ডেক্স
  • Update Time : Thursday, October 13, 2022,
  • 38 Time View

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শাহাদাত হোসেন নামে এক তরুণকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুজন নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

আহত শাহাদাত হোসেন লক্ষ্মীপুর পৌর এলাকার বাঞ্চানগর গ্রামের আবুল কাশেমের ছেলে।

অন্যদের নাম পরিচয় জানা যায়নি। আটক সুজন পৌর এলাকার বাসিন্দা মো. খোকনের ছেলে।

 

বুধবার (১২অক্টোবর) সন্ধ্যায় শহরের লিল্লাহ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। পাশেই জেলা শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা চলছিল।

আহত অবস্থায় শাহাদাতকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল থেকে শহরের এন আহাম্মদিয়া স্কুল মাঠে শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা চলছিল। সন্ধ্যায় অনুষ্ঠানস্থলের সামনে চার-পাঁচজন যুবকের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবকরা ধারালো অস্ত্র দিয়ে শাহাদাতকে কুপিয়ে জখম করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করেন। অন্য ৩ জন আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে জেলা শ্রমিকলীগের আহ্বায়ক ইউসুফ পাটওয়ারী বলেন, অনুষ্ঠানের বাহিরে কে বা কারা সংঘর্ষে জড়িয়েছে আমরা জানিনা। আহত বা হামলাকারী কেউ শ্রমিকলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়।

লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেহ উদ্দিন জানান, কথা-কাটাকাটি একপর্যায়ে ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71