বাংলাওয়াশ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। ক্রাইস্টচার্চের ফাইনাল ম্যাচের টসে জিতে বাবর আজমের পাকিস্তান। জিতে তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
ফাইনাল ম্যাচে দলে ফিরেছেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ও ব্লেয়ার টিকনার।
বাদ পড়েছেন অ্যাডাম মিলনে ও মার্টিন গাপটিল।
পাকিস্তান দলে মোহাম্মদ হাসনাইনের জায়গায় দলে ঢুকেছেন পেসার হারিস রউফ।
পাকিস্তান : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ।
নিউজিল্যান্ড : ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ব্লেয়ার টিকনার, ইশ সোধি।