বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণবিরোধী শক্তি এখন দেশ চালাচ্ছে। উলঙ্গ হয়ে আমাদের দমাতে নেমে পড়েছে সরকার। তাই যার যা কিছু আছে তাই নিয়ে এ শক্তির মোকাবেলা করতে হবে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিএনপির সভায় এ কথা বলেন ফখরুল।
এই অপসরকারকে উৎখাত না করলে পুরো দেশ ধ্বংস হয়ে যাবে।
ফখরুল বলেন, তাদের (আওয়ামী লীগের) মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন দেয়ার ক্ষমতা নাই। এ স্বৈরাচারী সরকারের নির্বাচন দেয়ারও সাহস নেই। গুম, খুন তা আছেই। জনগণের সম্পদও লুট করে বিদেশ পাচার করছে এ অপশক্তি।
অভিযোগ করে ফখরুল বলেন, মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য শুধু মেগা প্রজেক্টই না, সাধারণ মানুষেরও প্রয়োজন আছে। বিএনপি সমঅধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার গঠন করতে প্রস্তুত।