গাজীপুরের জয়দেবপুর ময়মনসিংহ রেল সড়কের সাতখামাইর এলাকায় স্লিপার বসানোর কাজে ব্যবহৃত একটি ক্রেন উল্টে যাওয়ায় এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
শ্রীপুরের স্টেশন মাস্টার হারুন অর রশিদ জানান, সকাল ৯টার দিকে রেললাইন মেরামতের জন্য আনা স্লিপার আনলোড কাজে ব্যবহৃত একটি ক্রেন উল্টে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
দ্রুতই ক্রেন সরিয়ে ঢাকা-ময়মনসিংহ লাইনে রেল চলাচল স্বাভাবিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ দুর্ঘটনার ফলে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস রাজেন্দ্রপুর স্টেশনে, ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস শ্রীপুর স্টেশনে ও ঢাকাগামী জামালপুর কমিউটার কাওরাইদের দিকে যাত্রাবিরতি করছে বলে জানান স্টেশন মাস্টার।