কুষ্টিয়ার গড়াই নদীর ঘোড়াই খেয়াঘাটে নৌকা পারাপারে ভাড়া বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে ‘পারাপার অধিকার আদায় কমিটি’ এর আয়োজনে ঘোড়াই খেয়াঘাটের গট্টিয়া এলাকায় এ মানববন্ধন হয়।
ঘন্টা ব্যাপী চলা মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে সংগঠনের আহবায়ক রাসেল হোসেন আরজু বলেন, ঘোড়াই খেয়াঘাট দিয়ে প্রতিদিন ২০ হাজার কর্মজীবী মানুষ পারাপার হয়।
হঠাৎ করে ভাড়া ৪ টাকা বাড়ানোয় দিনমজুররা বেকায়দায় পড়েছেন। তাই পারাপারে আগের ভাড়া নেওয়ার দাবি জানাচ্ছি। ভাড়া কমানো না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।