ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গার ফুলবাড়ি সীমান্ত থেকে এক কেজি ৫১৫ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। জব্দ করা সোনার মূল্য এক কোটি আট লাখ আট হাজার ৪০০ টাকা।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় বিজিবি সদস্যরা জেলার ফুলবাড়ি সীমান্ত এলাকা থেকে ওই সোনা জব্দ করে। সোনার ১৩টি বার জুতার মধ্যে নিয়ে এক পাচারকারি সীমান্তের দিকে যাচ্ছিল।
চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটলিয়নের পরিচালক লে. কর্ণেল শাহ মো. ইশতিয়াক জানান, গোপন সূত্রে খবর পেয়ে চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধীন ফুলবাড়ি বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা বাংলাদেশের বুইচিতলা গ্রামের কাছে বাংলাদেশ-ভারত সীমান্তের ৮৪ নম্বর মেইন পিলারের ১১৩টি সাব পিলারের কাছে সন্দেহজনক এক মোটরসাইকেল চালককে ধাওয়া করে।
বিজিবির উপস্থিতি বুঝতে পেরে সন্দেহজনক ব্যক্তিটি মোটরসাইকেল ফেলে ও পায়ের জুতা খুলে ফেলে দৌড়ে পালিয়ে যায়। ফেলে যাওয়া জুতা তল্লাশি করে বিজিবি সদস্যরা জুতার মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৩টি সোনার বার জব্দ করে।
বিজিবি পরিচালক স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, পালিয়ে যাওয়া ব্যক্তি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ফুলবাড়ি গ্রামের আজমত আলীর ছেলে মিকাইল হোসেন (৩০)। এ ব্যাপারে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা সোনার বার চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।