সারাদেশে ধরপাকড়, পুলিশি হামলা, মিথ্যা মামলায় গ্রেপ্তার নেতা-কর্মীদের কারাগারে প্রেরণের প্রতিবাদে সমাবেশ করেছে গাজীপুর মহানগর বিএনপি। এসময় গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সোহরাব উদ্দিনের মুক্তির দাবিও তোলেন তারা।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে গাজীপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আফজাল হোসেন কায়সার, মহানগর বিএনপির সদস্য সচিব শওকত হোসেন সরকার। সভায় বক্তারা অবিলম্বে গ্রেপ্তারকৃত বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। এ সময় গাজীপুর মহানগরের বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।