খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ প্রতিহত করতে নেতা-কর্মীদের বাড়িতে পুলিশি অভিযান শুরু হয়েছে বলে দাবি করেছেন শীর্ষ নেতারা। এছাড়া প্রচারণার মাইক ভাংচুর ও মাইক ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। একই সঙ্গে সমাবেশে আসতে বাধা দিতে বাস চলাচল বন্ধের পর এবার ভৈরব ও রূপসা নদীতে ট্রলার চলাচল বন্ধের ষড়যন্ত্র করা হচ্ছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে খুলনা কেডি ঘোষ রোডে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু।
তিনি বলেন, ২২ অক্টোবর বিএনপির সমাবশে করতে দেওয়া হবে না বলে কেউ কেউ হুমকি দিচ্ছেন। মাইক কেড়ে নেওয়া হচ্ছে, ভেঙ্গে ফেলা হচ্ছে। নেতা-কর্মীদের বাসায় গিয়ে গ্রেপ্তারের ভয়ভীতি দেওয়া হচ্ছে। কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চাই। কোন কোন ক্ষেত্রে চট্টগ্রাম, ময়মনসিংহের মতো ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তারপরও আমরা শান্তিপূর্ণভাবেই সমাবেশ করতে চাই।
যে কোন পরিস্থিতিতে ২২ অক্টোবরের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে জানিয়ে শামছুজ্জামান দুদু বলেন, আমাদের দলের নেতা-কর্মী যতই আঘাতপ্রাপ্ত হোক না কেন যে জন স্রোত দেখা দিয়েছে। জন উৎসাহ দেখা দিয়েছে। তাকে কোনভাবেই ঠেকানো যাবে না। সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড, শফিকুল আলম মনা, বিএনপি কেন্দ্রিয় নেতা জয়ন্ত কুমার কুন্ডু, আজিজুল বারী হেলাল, রকিবুল ইসলাম বকুল, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির উপস্থিত ছিলেন।