ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় সুপারি গাছ থেকে পড়ে সিরাজ সিকদার (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে উপজেলার কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন জানান, সকালে বাড়ির পাশের একটি বাগানে সুপারি পাড়তে গাছে ওঠেন সিরাজ সিকদার।
কয়েকটি গাছ থেকে তিনি সুপারি পাড়েন। একটি গাছ থেকে সুপারি পাড়ার সময় গাছ ভেঙে মাটিতে পড়ে তার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ সুপারি বাগান থেকে মরদেহ উদ্ধার করে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।