নিখোঁজের নয় দিন পর সাভারে পরিত্যক্ত একটি কূপ থেকে মোছা. পলি (৩২) নামের এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে আশুলিয়ার সদরপুর গ্রামের ওই কূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাচিব শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
পলি আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
তার বাড়ি ঝালকাঠির পুঞ্জিপুতি পাড়া গ্রামে। স্বজনরা জানান, গত ১১ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন পলি।
পুলিশৈ জানায়, ১১ অক্টোবর কারখানা ছুটির পর অফিস থেকে বেরিয়ে যান পলি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহ উদ্ধারের পর পলির স্বজনদের খবর দেন কারখানার শ্রমিকরা। পুলিশ গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় প্রায় ৫০ ফুট গভীর ওই কূপ থেকে মরদেহটি উদ্ধার করে। মৃত্যুর কারণ ও পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্ত ও অন্য পরীক্ষা করা হবে মরদেহটির। মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।