December 23, 2024, 2:09 am

পটুয়াখালী জেলা প্রেসক্লাব গঠন; সভাপতি আনোয়ার, সম্পাদক আরিফ

পটুয়াখালী প্রতিনিধিঃ
  • Update Time : Friday, October 21, 2022,
  • 170 Time View
প্রথমে সভাপতির ছবি দ্বিতীয় সাধারণ সম্পাদক

পটুয়াখালীতে গণমাধ্যম কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও অধিকার আদায়ের লক্ষ্যে পটুয়াখালী জেলা প্রেসক্লাব গঠন করা হয়েছে।

গত ১০ অক্টোবর পটুয়াখালী জেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু হয়।

শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এতথ্য নিশ্চিত করে আনুষ্ঠঅনিক ভাবে কমিটি তালিকা প্রকাশ করা হয়েছে।

এতে সংগঠন পরিচালনার জন্য প্রাথমিক ভাবে ২৫ সদস্য বিশিষ্ঠ একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে পটুয়াখালী থেকে বহুল প্রচারিত দৈনিক সাথী’র সম্পাদক মোঃ আনোয়ার হোসেনকে সভাপতি এবং বৈশাখী টেলিভিশনের পটুয়াখালী জেলা প্রতিনিধি আব্দুস সালাম আরিফ কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

কমিটির অনান্য সদস্যরা হচ্ছেন দৈনিক সাথীর সহ সম্পাদক মোঃ জসীম উদ্দীন হাওলাদার সহ-সভাপতি, দৈনিক আমার বার্তার কাইয়ুম উদ্দীন জুয়েল সহ-সভাপতি, বাংলাভিশনের কে এম শাহাদাত হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, চ্যানেল ২৪ এর মনোজ কান্তি কর যুগ্ম সাধারণ সম্পাদক, ডিবিসি নিউজ এর মহিবুল্লাহ চৌধুরী অর্থ বিষয়ক সম্পাদক, দৈনিক ভোরের আকাশ এর জলিলুর রহমান সোহেল সাংগঠনিক সম্পাদক, এশিয়ান টেলিভিশনের মোঃ বাদল হোসেন প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাংলানিউজ২৪ ও এসএ টেলিভিশনের জহিরুল ইসলাম দপ্তর সম্পাদক, মু: হেলাল আহম্মেদ রিপন পাঠাগার সম্পাদক, আনন্দ টেলিভিশনের নাজিম উদ্দীন ক্রীড়া বিষয়ক সম্পাদক, দৈনিক পটুয়াখালী প্রতিদিনের স্টাফ রিপোর্টার এড. আরিফুর রহমান রিয়াজ আইন বিষয়ক সম্পাদক, ঢাকা পোষ্ট এর মাহমুদুল হাসান রায়হান সমাজ কল্যান বিষয়ক সম্পাদক, দৈনিক আজকের পত্রিকার মীর মহিবুল্লাহ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, দৈনিক পটুয়াখালীর বার্তার বার্তা সম্পাদক মাকসুদুর রহমানকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে মোঃ মশিউর রহমান, যুগান্তরের উপকূলীয় প্রতিনিধি জলিলুর রহমান, যুগান্তর (পটুয়াখালী দক্ষিন) প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, প্রতিদিনের সংবাদ এর জহিরুল ইসলাম, দৈনিক বাংলাদেশের আলোর নিয়াজ মোর্শেদ,দৈনিক পুনরুত্থান এর ফরিদ উদ্দীন, স্বাধীন বাংলা টিভির লোকমান মৃধা, দৈনিক একুশে সংবাদ এর এস আল আমিন এবং আলোকিত সকাল এর আলিম খান আকাশকে সদস্য করা হয়েছে।

এদিকে সংগঠনকে আরও শক্তিশালী করতে নিয়মিত সদস্য হিসেবে অন্তর্ভুক্তির কার্যক্রম অব্যহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

এছাড়াও সংগঠনের পরিধি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নের স্বার্থে জেলার সকল উপজেলায় স্থানীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের পদাধিকার বলে সদস্য হিসেবে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71