খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশের একদিন আগে রাজপথে বড় শোডাউন দিয়েছে মহানগর ও জেলা আওয়ামী লীগ। শুক্রবার (২১ অক্টোবর) বিকালে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রাজপথে সন্ত্রাস, নৈরাজ্য জঙ্গিবাদ প্রতিহত করার ঘোষণা দেয়া হয়।
খুলনা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ব্যানারে সমাবেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ। পরে সমাবেশ স্থল থেকে বিশাল মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
নেতৃবৃন্দ বলেন, বিএনপি যদি কোনো উচ্ছৃঙ্খলতা বা অরাজকতা না করে, তাহলে আওয়ামী লীগ বাধা দেবে না। কিন্তু সমাবেশের নামে অরাজকতা করা হলে পাল্টা জবাব দেয়া হবে।
নেতৃবৃন্দ বলেন, কোন দলের সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদ কর্মকাণ্ড মেনে নেয়া হবে না। এ বিষয়ে রাজনৈতিকভাবে কঠোর পদক্ষেপ নেয়া হবে। এদিকে নেতাকর্মীদের সতর্ক রাখতে এরই মধ্যে ওয়ার্ড পর্যায়ে সভা সমাবেশ ও শহরে ধারাবাহিক মিছিল কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।