করোনা চিকিৎসায় ব্যবহৃত ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা শুরু হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে ৩০০ আসনের প্রস্তুতি রাখা হয়েছে।
রোববার (২৩ অক্টোবর) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম শফিকুর রহমান জানান, রেড এবং গ্রিন জোনে ভাগ করে সম্পূর্ণ পৃথকভাবে চলবে করোনা ও ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা। এরইমধ্যে বেশ কয়েকজন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন হাসপাতালটিতে।
হাসপাতাল পরিচালক বলেন, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় সরকারকে সহায়তা করতে প্রস্তুত আছেন তারা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য অধিদফতরের এক সভা শেষে ডিএনসিসি করোনা হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্যও ব্যবহারের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার স্বাস্থ্য অধিদফতর সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ডেঙ্গু রোগী আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সবশেষ তথ্য মতে, শনিবার একদিনে সারাদেশে রেকর্ড সংখ্যক ৯২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছ। চলতি বছর ডেঙ্গুতে মোট মারা গেছেন ১১২ জন।