খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের নামে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন খুলনার আওয়ামী লীগ নেতারা। বিএনপির উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন তারা।
রোববার (২৩ অক্টোবর) দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ বলেন, বিএনপির স্থানীয় দুই গ্রুপের কোন্দলে নিজেদের মধ্যে হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় তারা নিজেরাই সংঘর্ষে জড়িয়েছে।
রেল স্টেশন ভাঙচুর সহিংস কার্যকলাপ চালিয়েছে।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে শহরে প্রবেশ করে ত্রাস সৃষ্টি করেছে। বিএনপি বর্তমান সরকার পতনের নামে বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে জনগণকে সাথে নিয়ে সমুচিত জবাব দেবে আওয়ামী লীগ।
নেতৃবৃন্দ বলেন, সমাবেশে বিএনপি নেতারা মিথ্যাচার করেছে। তারা নতুন রাস্তার মোড়ে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেছে। বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের আহত করেছে। এখন তারাই আবার সমাবেশে আওয়ামী লীগ বাধা দিয়েছে বলে মিথ্যাচার করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সুজিত অধিকারী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা অ্যাড. সাইফুল ইসলাম, মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ।