চলতি বিশ্বকাপে দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা ভারত-পাকিস্তান ম্যাচে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। যেখানে নিজেদের প্রথম ম্যাচ জিততে ভারতকে ১৬০ রানের লক্ষ্য ছুড়েছে বাবর আজমের দল।
টসে জিতে অধিনায়ক রোহিত শর্মার ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন আরশদ্বীপ সিং। দলীয় ১৫ রানের মাথায় পাকিস্তান ব্যাটিংয়ের মূল স্তম্ভ বাবর-রিজওয়ানকে ফেরান তিনি।
আরশদ্বীপ সিংয়ের প্রথম বলেই শূন্য রানে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে আউট হয়ে ফিরেছেন পাকিস্তান অধিনায়ক।
চাপ কাটিয়ে উঠতে ধীর গতির ব্যাট করেও দলকে বিপদ মুক্ত করতে পারেননি আরেক ওপেনার রিজওয়ান। ১২ বলে ৪ রান করে উল্টো চাপ বাড়িয়েছেন।
এরপর উইকেটে এসে হাল ধরেন শান মাসুদ ও ইফতেখার আহমেদ। দুজনে মিলে শুরুর ধাক্কা সামলে বড় রানের ভিত গড়ে দেন পাকিস্তানকে। ৩৪ বলে ৪ ছয় ও ২ চারে অর্ধশতক হাঁকিয়ে শামির বলে আউট হন ইফতেখার। এরপর আবারও ছন্দ পতন ঘটে পাকিস্তান ব্যাটিংয় লাইট আপে। তাসের ঘরের মতো ভেঙে পরেন পাকিস্তানের মিডল অর্ডার। শাদাব খানের পর দ্রুত ফিরেছেন হাইদার আলী, মোহাম্মদ নাওয়াজ ও আসিফ আলী। তবে মাঠে ছিলেন মাসুদ।
শেষ দিকে মাঠে নেমে দ্রুত রান তোলে পাকিস্তানকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলেনেন শাহিন শাহ আফ্রিদি। বোলার থেকে বনে যান ব্যাটারে। শেষ দিকে রানের ফোয়ারা ছুটান তিনি। তার ৮ বলে ১৬ রানে ভর করে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৫৯ রান। অন্য-প্রান্তে ফিফটির দেখা পেয়েছেন উইকেটে মাটি কামড়ে পড়ে থাকা শান মাসুদ। ৪২ বলে ৫২ রান এসেছে তার ব্যাট থেকে।
ভারতীয় বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া ও আরশদ্বীপ সিং।