কখনো রাজমিস্ত্রির সহকারী, কখনো বালু ঘাটের পাহারাদার, কখনো আবার ডেলিভারি ম্যানের পরিচয়ে পালিয়ে ছিলেন। আসলে তিনি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। পলাতক অবস্থায় তিনি দুটি বিয়েও করেছেন। স্ত্রীর মামলায় জেলও খেটেছেন। এই ধুরন্ধর আসামির নাম রাকিবুল ইসলাম আসাদ (৩৬)। সে কুষ্টিয়া সদরের আলামপুর দত্তপাড়ার খন্দকার ইউনুস আলীর ছেলে। অবশেষে কুষ্টিয়া র্যাব সাভারের বিরুলিয়া থেকে গ্রেপ্তার করেছে তাকে।
তাকে গ্রেপ্তারের তথ্য জানাতে আজ বেলা ১১টায় কুষ্টিয়া কার্যালয়ে প্রেস কনফারেন্স করেছে র্যাব। সিরাজগঞ্জ থেকে আসা র্যাব ১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেন এ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। উপস্থিত ছিলেন র্যাব কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান।
র্যাব জানান, ২০১৬ সালের ২৯ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার জগতি এলাকার ইজিবাইক চালক সুজন সিকদার (২৮) এর মরদেহ পাওয়া যায় ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকার একটি লিচু বাগানে। নিহতের ভাই বাদী হয়ে একই দিন ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১৪। তদন্তকারী কর্মকর্তা ৩ জনকে অভিযুক্ত করে ২০১৭ সালের ১০ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার বিচারকার্য শেষে এ মাসের ৪ অক্টোবর কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালত আসামি রাকিবুল ইসলাম আসাদ (৩৬) কে মৃত্যুদণ্ড ও অপর দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেন। আসামিদের গ্রেপ্তার ব্যাপারে র্যাব গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় কুষ্টিয়ার্যাব গতকাল শনিবার রাতে ঢাকা জেলার সাভার উপজেলার বিরুলিয়া এলাকা হতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাকিবুল ইসলাম আসাদ (৩৬)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব জানায়, রাকিবুল ইসলাম আসাদ হত্যা মামলায় একবার গ্রেপ্তার হয়েছিল। দেড় বছর জেল খাটার পর জামিনে মুক্তি পেয়ে সে সাভার উপজেলার বিরুলিয়া এলাকায় আত্মগোপনে চলে যায়। সেখানে সে রাজমিস্ত্রীর সহকারী, বালু ঘাটের পাহাড়াদার এবং সর্বশেষ কোমল পানীয় কোম্পানির ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতো। সেখানে থাকা অবস্থায় সে দুটি বিয়ে করে। দ্বিতীয় স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় সে প্রায় ১৩ মাস জেল খাটে। রাকিবুল ইসলাম আসাদের নামে সব মিলিয়ে ১টি হত্যা মামলা, ১টি অস্ত্র মামলা এবং ২টি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করেছে র্যাব।