চুয়াডাঙ্গায় বিদ্যুতায়িত হয়ে আফিয়া খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পীরপুরকুল্লা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আফিয়া খাতুন গ্রামের রাজু আহমেদের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য মাহবুব রহমান জানান, সকালে বাড়ির ছাদে ধান শুকাছিলেন আফিয়া খাতুন।
একপর্যায়ে ছাদের পাশে থাকা বৈদ্যুদিক তারে বিদ্যুতায়িত হন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।