নিত্য প্রয়োজনীয় দ্রব্য যাতে মানুষের নাগালে আসে সে জন্য সরকারের ব্যাপক পদক্ষেপ নেয়া উচিৎ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেন, সবার আগে দেশের মানুষকে বাঁচানো উচিৎ।
মঙ্গলবার (২৫ অক্টোবর) রংপুরে নেতাকর্মীদের সাথে এক সভায় এ কথা বলেন জি এম কাদের। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে যে নির্বাচন রয়েছে জাতীয় পার্টি সবগুলোতেই অংশগ্রহণ করেছে।
ইভিএমে কারচুপি, সরকারি দলের প্রভাব, রেজাল্ট ছিনতাই এগুলো প্রত্যক্ষভাবে দেশবাসীকে দেখানোর জন্য নির্বাচনে অংশগ্রহণ করছে।
এসময় জাপা চেয়ারম্যান আরও বলেন, জোট করবো কি করবো না তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। জাতীয় নির্বাচনের কাছাকাছি সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।