ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট ঝড়ো বাতাসে নোয়াখালীর সুবর্ণচরে ঘরের ওপর গাছ পড়ে সানজিদা আফ্রিদি (১) এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা আমেনা বেগম (২৫)। সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হাবিবিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সানজিদা উপজেলার হাবিবিয়া গ্রামের আবদুল্লার মেয়ে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, সানজিদা মায়ের সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক ৩টার দিকে ঝড়ো বাতাসের কারণে একটি গাছ উপড়ে ঘরের ওপর পড়ে। এ সময় সানজিদা ও তার মা চাপা পড়ে। ঘটনাস্থলে শিশুটি মারা যায়।
আহত আমেনা বেগমকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে।