রাজধানীর আফতাবনগরে ৩টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৬ অক্টোবর) এ এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তার পরিচালক জব্বার মণ্ডল। এরমধ্যে আল্টিমেট অর্গানিক লাইফ নামে একটি কারখানায় ভেজাল ঘি প্রস্তুতের অভিযোগে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আর ইন মোশন নামে একটি প্রতিষ্ঠানে পণ্যের গায়ে ভুয়া লেবেল লাগানোর অভিযোগে জরিমানা করা হয় ৫০ হাজার টাকা।
এছাড়া ডেইলি শপিং নামে একটি সুপার শপে অভিযান চালায় ভোক্তা অধিকার। এসময় মেয়াদহীন পণ্য রাখার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভোক্তার অধিকারের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিচালক জব্বার মণ্ডল।