আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে; বিএনপির এই দিবাস্বপ্ন থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (২৬ অক্টোবর) রাজধানীর খিলগাঁও মডেল কলেজ মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের খিলগাঁও থানার ১ ২,৩ ও ৭৫ নং ওয়ার্ড এর ত্রি-বার্ষিক সম্মেলনে এ সব কথা বলেন তিনি। কাদের বলেন, এই দেশে আর সংবিধান পরিবর্তন হবে না। আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বিএনপি তার পূর্ণ হওয়ার নয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
বিএনপিতে নালিশ পার্টি উল্লেখ করে তিনি বলেন, এদের লজ্জা নাই দেশ বিদেশে নালিশ করে বেড়াচ্ছে। ভারতের প্রধানমন্ত্রীর কাছে নালিশ করে। নরেন্দ্র মোদি বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে এমন আশা থেকে বেরিয়ে ভোটের মাঠে আসার আহবান জানান তিনি।