গাজীপুর সেনা কল্যাণ ট্রাস্টের নামে চুক্তিভিত্তিক চাকরির ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী ২ মূলহোতাকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
বুধবার (২৬ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অভিযানে গ্রেপ্তাররা হলেন, রুবেল আহম্মেদ (৩৫), পিতা-মো হাতেম আলী ও মো. হারুন অর রশিদ (৪৩), পিতা-মৃত নওশের আলী।
এসময় তাদের কাছ থেকে ১টি ভুয়া চাকরির বিজ্ঞপ্তি, ২২টি ভুয়া সেনা কল্যাণ ট্রাস্টের নিয়োগপত্র, ১টি মানিব্যাগ, ৪টি মোবাইল ফোন এবং নগদ ৫হাজার টাকা উদ্ধার করা হয়। র্যাব জানায়, গ্রেপ্তাররা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট গাজীপুর সেনা কল্যাণ ট্রাস্ট এর অধীনে চুক্তিভিত্তিক বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা করে আসছে। সুপার ভাইজার পদে ৪২ মাসের চুক্তিভিত্তিক মাসিক বেতন ২২০০০/-টাকা থাকা ও খাওয়া ফ্রির মিথ্যা প্রলোভন দিয়ে চাকরি প্রত্যাশী নিরীহ জনগণের নিকট হতে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তারা। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় র্যাব।