বাংলাদেশের বিপক্ষে শুরুর ধাক্কা সামলে পাল্টা আক্রমণে গেছে সাউথ আফ্রিকা। টেম্বা বাভুমার পর ফেরানো যায়নি আর কোনো ব্যাটরকে। উল্টো আগ্রাসী ব্যাটিংয়ে রানের পাহাড়ে চেপে বসার ভয় দেখাচ্ছে প্রোটিয়া ব্যাটররা। এরই মধ্যে ফিফটি তুলে নিয়েছেন রাইলি রোসো।
ডি ককও রয়েছেন সে পথেই। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাউথ আফ্রিকার সংগ্রহ ১১ ওভার শেষে ১ উইকেটে ১১২ রান।
মাঝে কিছু সময় বৃষ্টিতে বন্ধ ছিল খেলা। এর পর বৃষ্টি শেষে খেলা মাঠে গড়ালে রানে কিছুটা লাগাম টানে বাংলাদেশ। বৃষ্টির আগে সাউথ আফ্রিকার সংগ্রহ ছিল ৫.৩ ওভারে ৬০ রান।
২৯ বলে ৪০ রান এসেছে ডি ককের ব্যাট থেকে। অন্যপ্রান্তে রোসো আরও এক কাঠি সরেস। ৩৪ বল থেকে ৫ ছক্কা ও ৩ চারে ৬৭ রান নিয়ে অপরাজিত আছেন। চালাচ্ছেন আগ্রাসন।
নেদারল্যান্ডের মতো এ ম্যাচেও শুরুতে আগ্রাসী তাসকিনকে দেখা যায়। সাউথ আফ্রিকার বিপক্ষে টসে হেরে বোলিং করতে নেমে প্রথম ওভারে দুই রান খরচ করে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে ফিরিয়ে দলকে দারুণ শুরু এনে দিয়েছেন তাসকিন। তাসকিনের করা অফ স্টাম্পের অনেক বাইরের বল খেলতে গিয়ে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।
এর আগে বিশ্বকাপে দ্বিতীয় জয়ের দেখা পেতে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় সাউথ আফ্রিকা।
এদিন বৃষ্টি উপেক্ষা করে বাংলাদেশকে সমর্থন যোগাতে মাঠে এসেছে হাজারো দর্শক। নির্ধারিত সময়ে টস হওয়ায় খেলা শুরু হওয়া নিয়ে কেটে গেছে সংশয়। এ ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে সাকিব আল হাসানের দল। ইয়াসির আলীর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মেহেদী মিরাজ।
ক্ষণে ক্ষণে রং বদলানো সিডনির আকাশ-জুরে ছুটাছুটি করছে মেঘ। বৃষ্টি হয়ে ঝরছে কখনও কখনও। এর আগের ম্যাচ হোবার্টেও বৃষ্টি দেখেছিল বাংলাদেশ ও সাউথ আফ্রিকা। বাংলাদেশ শেষ পর্যন্ত বৃষ্টির বাধা টপকে নেদারল্যান্ডসকে হারালেও পেরে ওঠেনি সাউথ আফ্রিকা।
শেষ পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে জিততে থাকা ম্যাচ পণ্ড হওয়ায় ভাগ করতে হয়েছে পয়েন্ট। এ ম্যাচটি তাই বাংলাদেশের থেকে প্রোটিয়াদের জন্য বেশি জরুরী। কোনো কারণে এ ম্যাচটিও বাতিল হলে কঠিন সমীকরণের সামনে পড়তে হবে তাদের।