নাটোরের নলডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াসকে স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তারের পর জেল হাজতে পাঠানো হয়েছে।
বুধবার দুপুরে নলডাঙ্গা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বিকেলে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুন্নাহার রীটা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পিয়াসের আইনজীবী মালেক শেখ জানান, পিয়াসের দ্বিতীয় স্ত্রী পলি খাতুন চলতি বছরের ১ মার্চ আত্মহত্যা করেন।
পরের দিন তাঁর মা একই পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর শামসুন্নাহার বাদী হয়ে পিয়াসের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় পুলিশ চার্জশিট দাখিলের পর নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় পিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।
এরপর পিয়াসকে আজ গ্রেপ্তারের পর তাঁকে আদালতে তোলা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠান।