টি-২০ বিশ্বকাপে আজ নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে শিরোপার দাবিদার স্বাগতিক অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় দুপুর ২টায় ‘হার্ট অব ক্রিকেট’ মেলবোর্নে টস করবেন অ্যারন ফিঞ্চ ও জশ বাটলার।
মেলবোর্নে দুই দেশ পরস্পরের বিপক্ষে ২৪তম ম্যাচ খেলবে। পরিসংখ্যানে আগের ২৩ ম্যাচে ইংল্যান্ডের জয় ১১ এবং অস্ট্রেলিয়ার জয় ১০।
ফিঞ্চের অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন। আর গতবার দুবাই থেকে ইংল্যান্ড বিদায় নিয়েছিল সেমিফাইনাল খেলে। দুই দল সুপার টুয়েলভে তৃতীয় ম্যাচ খেলতে নামবে আজ। দুই দলই একটি করে ম্যাচ হেরেছে।
স্বাগতিক অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ম্যাচে প্রতিবেশী নিউজিল্যান্ডের কাছে হারে ৭৯ রানে। পরের ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে জয়ে ফেরে ফিঞ্চ বাহিনী।
অন্যদিকে ইংল্যান্ড প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৫ উইকেটে হারায়। পরের ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে হেরেছে প্রতিবেশী আয়ারল্যান্ডের কাছে। ইংলিশরা ডার্ক ওয়ার্থ লুইস মেথডে ৫ রানে হেরে যায়।