খুলনায় বিএনপির গণসমাবেশ ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের মারপিট ও ব্যবহৃত মোটরসাইকেল ভাংচুরের অভিযোগে সোনাডাঙ্গা থানায় আরেকটি মামলা হয়েছে। এই মামলায় সিটি কর্পোরেশনের দুই কাউন্সিলর বিএনপি নেতা হাফিজুর রহমান মনি ও আশফাকুর রহমান কাকন এবং সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান মুরাদসহ ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামী করা হয়েছে।
বুধবার রাতে নগরীর ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক তথ্য জানান।
মামলা নং ১৬। ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/ ৩৭৯/৫০৬।
এর আগে বিভাগীয় গণসমাবেশকে ঘিরে খুলনা রেলওয়ে স্টেশনে ভাংচুর ও নতুন রাস্তার মোড়ে শ্রমিক লীগ নেতাদের মারধরের ঘটনায় আরও চারটি মামলায় বিএনপির সহস্রাধিক নেতাকর্মীকে আসামী করা হয়েছে।