ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ভাশুর ও তার ছেলেদের হামলায় মনোয়ারা খাতুন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলার গাজিরভিটার মহাজনিকান্দা গ্রামে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
নিহত মনোয়ারা ওই এলাকার রুস্তম আলীর স্ত্রী। এ ঘটনায় নিহতের ভাশুর সমেদ আলীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রুস্তম আলী ও তার বড় ভাই সমেদ আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সমেদ আলী তার ছেলেদের নিয়ে ছোট ভাই রুস্তম আলী ও তার পরিবারের ওপর হামলা চালায়। এ সময় রুস্তম আলীর স্ত্রী মনোয়ারা খাতুনের মাথায় লাঠি দিয়ে একাধিক আঘাত করে পালিয়ে যায় তারা।
পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। তবে তার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে হালুয়াঘাট থানার ওসি শাহিনুজ্জামান খান বলেন, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সামেদুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে। এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। ’