“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় গলাচিপা থানা পুলিশের আয়োজনে থানা চত্বর থেকে র্যালী মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সকাল সাড়ে দশটার দিকে থানা চত্বরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় থানা অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ এর সভাপতিত্বে ও অফিসার ইনচার্জ (তদন্ত) আতিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মো. মোর্শেদ তোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, পৌর মেয়র আহসানুল হক তুহিন,
নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য মাঈনুল ইসলাম রনো, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম হাওলাদার, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত প্রমুখ। সভায় সভাপতি শোনিত কুমার গায়েণ বলেন, উপজেলার সকল ধরনের অপরাধ, জঙ্গি, মাদক, সন্ত্রাস, চুরি তৎপরতা প্রশমনে বাংলাদেশ পুলিশ জনগণের সহযোগিতায় করবেন এবং অপরাধ নির্মূল করার ক্ষেত্রে সকলের প্রতি সহযোগীতা কামনা করেন।