সাতক্ষীরার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৩০ অক্টোবর) সকালে শ্যামনগর উপজেলার মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম লোকমান হোসেন। তিনি মাহমুদপুর গ্রামের মনসুর আলীর বড় ছেলে।
স্থানীয়রা জানান, লোকমান হোসেনের সঙ্গে তার ছোট ভাই মোশারফ হোসেনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার সকালে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মোশারফ হোসেন তার বড় ভাই লোকমান হোসেনকে ধারালো দা দিয়ে বুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই লোকমানের মৃত্যু হয়।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, প্রাথমিকভাবে আমরা জেনেছি জমিজমা সংক্রান্ত বিরোধীদের জেরেই এ হত্যাকাণ্ড। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।