কারোর পয়সা নয়, পৈত্রিক সম্পদ বিক্রি ও দলীয় সদস্যদের চাঁদায় বিএনপি সভা-সমাবেশ ও রাজনীতি করে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার নয়াপল্টনে দলের এক যৌথ সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ব্যক্তিগতভাবে আক্রমণ করলে আওয়ামী লীগ নেতারা সামাল দিতে পারবে না। কে কত টাকা সরিয়েছে, কত টাকার পাচার করেছে সব কিন্তু বেরিয়ে আসবে।
সেতুমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব বলেন, অযথা ঘাটাবেন না, আওয়ামী লীগ নেতারা কে কীভাবে টাকা উপার্জন করছে দেশের মানুষ জানে। এসময় রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য না দিতে ওবায়দুল কাদেরের প্রতি আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ৭৪’র মতো দেশে আবারও দূর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। ৪২ শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বাস করছে। মিথ্যাচার ও মানুষকে বোকা বানিয়ে আওয়ামী লীগ আবারও এক দলীয় শাসন কায়েম করছে।
তিনি বলেন, আওয়ামী লীগের যদি এতই জনপ্রিয় হয় তাহলে বিরোধী দলের সমাবেশে কেন বাধা দেয়, বাস বন্ধ করে, হামলা করে। গায়েবী মামলার রেকর্ড করায় সরকারকে নোবেল পুরস্কার দেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
পরে ৭ নভেম্বর বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল।