টি-টোয়েন্টি বিশ্বকাপের জিম্বাবুয়ের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় পেল টাইগাররা। সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে ‘নো’ বলের নাটকীয়তা শেষে জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপে সেমিফাইনালে খেলার স্বপ্ন টিকে রইল টাইগারদের।
জিম্বাবুয়ের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে সাকিব বাহিনীর এই জয়ে অন্য সব সমর্থক বা শুভাকাঙ্ক্ষীদের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী।
বাংলাদেশ ক্রিকেট টিমের জয়ের পর বুবলী লেখেন, ‘শেষ মুহূর্তে শ্বাস বন্ধ হয়ে গেল! কিন্তু অবশেষে আমরা জিতে গেলাম! টাইগাররা তোমাদের নিয়ে গর্বিত। ‘