চাঁদপুরে পদ্মা নদীতে ইলিশের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে পাঙ্গাস। পদ্মা ও মেঘনায় ইলিশ সংরক্ষণ অভিযান শেষে মাছ ধরতে নামে জেলেরা। তবে ইলিশের পাশাপাশি ধরা পড়ছে বড় বড় পাঙ্গাসও।
জেলেরা জানায়, নদীতে যথেষ্ট পরিমাণ ইলিশ না পেলেও মিলছে পাঙ্গাস।
শুক্রবার রাত ১২টার পর থেকে মাছ ধরতে নেমে বড় বড় পাঙ্গাস আইড়সহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া গেছে। তবে সামনের দিনগুলোতে ইলিশ না পেলে পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটাতে হবে।
তবে মৎস্য গবেষণা ইন্সটিটিউটের এক বৈজ্ঞানিক কর্মকর্তা জানান, অভিযান সফল হওয়ায় নদীতে বিভিন্ন প্রজাতির মাছসহ ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
আড়তগুলোতে দেখা গেছে, ১ কেজি থেকে ১১শ’ গ্রামের ইলিশ ১১০০ থেকে ১১৫০ টাকা পাইকারি বিক্রি হচ্ছে । আর ৭শ’ থেকে ৯শ’ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৯০০ থেকে ৯৫০ টাকায়। আর পাঙ্গাস বিক্রি হচ্ছে ৬০০-৬৫০ টাকা কেজি দরে।