বাগেরহাটের মোংলা উপজেলার গ্রামীণ জনপদে ৭০ হাজার পরিবারের নিরাপদ পানি নিশ্চিতে দেয়া হচ্ছে ট্যাংক। জলবায়ু পরিবর্তন কর্মসূচির আওতায় বৃষ্টির পানি আহরণের মাধ্যমে নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জলের সংকট দূর করতে ৩ বছরে মোংলায় এসব ট্যাংক বিতরণ করবে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।
সোমবার (৩১ অক্টোবর) সকালে মোংলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন ব্র্যাকের কর্মকর্তারা। ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির আয়োজনে শীর্ষক এই মতবিনিময় সভায় মোংলার জলবায়ু বিপদাপন্ন এলাকার জনগোষ্ঠীকে নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়।
মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির ম্যানেজার তাপস রঞ্জন চক্রবর্তী, ব্র্যাক কর্মকর্তা দিলশাদ জাহান, মো. শফিকুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিরা।