সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত ম্যাচ বেশ রোমাঞ্চ ছড়ায়। বাংলাদেশ ম্যাচ জিততে না পারলেও খেলোয়াড়দের দেখা যায় আক্রমণাত্মক মনোভাব। উত্তাপ ছাড়ায় মাঠের বাইরের দর্শকদের মধ্যেও। কাল বিশ্বকাপের সেমিতে ওঠার লড়াইয়ে আবারও মাঠে নামছে দু’দল।
যেখানে জয় ভিন্ন পথ নেই দু’দলের সামনেই। এমন ম্যাচের আগে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল-হাসান।
এই অস্ট্রেলিয়াতেই ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে তুমুল লড়াই করেছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ম্যাচ হারে বাংলাদেশ। তবে বিতর্ক ছিল ক্যাচ নিয়ে। বাংলাদেশের তাই প্রতিশোধ নেওয়ার ম্যাচও এটি। তবে দলটি অন্যতম শক্তিশালী ভারত হওয়ায় মাটিতেই পা রাখছেন সাকিব। জানিয়েছেন ভারত এসেছে বিশ্বকাপ জিততে, আমরা বিশ্বকাপ জিততে আসিনি।
বুধবার বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ম্যাচের আগের দিন সাকিব বলেন, ‘ভারত ফেভারিট দল, তারা এখানে বিশ্বকাপ জিততে এসেছে। আমরা ফেভারিট না, বিশ্বকাপ জিততেও আসিনি। আমরা এটা ভালোভাবেই জানি, যদি ভারতকে হারাই সেটা হবে আপসেট; আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলে সেটাই করতে চাই। ’
ভারতের সঙ্গে বিশ্বকাপ ম্যাচ নিয়ে সাকিব বলেন, ‘ভালো একটা ম্যাচ হলে অবশ্যই দর্শকদের জন্য ভালো হবে। শেষ ম্যাচটা দর্শকদের জন্য ভালো ম্যাচ ছিল। আশা করি ওরকমই একটা ম্যাচ যেন উপহার দিতে পারি ’
ভারত ম্যাচ বিশেষ কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে যেমন বলেছি। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, সবগুলোতে একই অ্যাপ্রোচে খেলতে চাই। কোন দেশের সঙ্গে কোন পরিস্থিতিতে খেলা হচ্ছে এগুলো নিয়ে চিন্তা করতে চাই না। তাই আমাদের একই পরিকল্পনা থাকবে। ’