কুমিল্লায় ভুয়া ডিবির ৭ সদস্য কে আটক করেছে কুমিল্লা জেলা ডিবি পুলিশ। সোমবার (৩১ আগস্ট) কুমিল্লা সদর ও চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে এই ভুয়া ডিবির চক্রদের আটক করা হয়। এ সময় ডিবি জ্যাকেট,হ্যান্ডকাফ,কার্তুজ গুলি, ছোরাসহ বিভিন্ন অবৈধ জিনিস পত্র উদ্ধার করা হয় তাদের থেকে।
আটককৃত আসামিরা হলেন বি বাড়িয়া নাসিরনগর এলাকার কালিউতা গ্রামের চুরোক মিয়ার ছেলে, সবুজ মিয়া (২৭), দেবিদ্বার বড় আলমপুর এলাকার মোশাররফ হোসেনের ছেলে, মঈন উদ্দিন (২০), বান্দরবন লামা এলাকার আমতলীপাড়ার শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২০), মুরাদনগর দারোরা বাজার এলাকার শহিদ মিয়ার ছেলে ওসমান গনি (৩৫), বি বাড়িয়ার নাসির নগর এলাকার কালিউতা গ্রামের সবুর মিয়ার ছেলে রতন মিয়া (২৮), একই এলাকার আখি নূর (২৩), মুরাদনগর দারোরা বাজার এলাকার স্বামী ওামান গনির স্ত্রী সোনিয়া বেগম (৩০)।
মঙ্গলবার (০১ নভেম্বর) কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম বলেন,গতকাল এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কুমিল্লা জেলা ডিবি পুলিশের নেতৃত্বে এই প্রতারক চক্রকে বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।