পটুয়াখালীর গলাচিপায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক সহ সকল প্রকার অপরাধ প্রবণতা, পাবলিক পরীক্ষা, সন্ত্রাস, চাঁদাবাজ, উন্নয়ন অগ্রযাত্রাকে কেউ যেন ব্যাহত করতে না পারে, সে লক্ষ্যে, সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মহিউদ্দিন আল হেলাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ। আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. সাইফুল ইসলাম, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মজিবর রহমান, সাবেক সভাপতি ও বণিক সমিতির সভাপতি হাজী মোহাম্মদ শাহজাহান মিয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস সালমা ওয়াহিদ, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফোরকান কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মেজবাহ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা অলিউল ইসলাম,
পল্লীী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আকরামুজ্জামান প্রমুখ। সভায় বক্তব্য রাখেন গলাচিপা পৌরসভার প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ্বাস, চরবিশ্বাস ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল, আমখোলা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান মনির, ডাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, গলাচিপা সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু, চিকনিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাইনুল সিকদার, চরকাজল ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান মোল্লা, পানপট্টি ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রানা,
গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার, বকুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হাওলাদার, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট খালিদ হোসেন মিল্টন। উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলাল উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। সভার পূর্বে উৎপাদনশীলতা ও স্যানিটেসন মাস এবং এইচ,এস,সি সমমান পরীক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।