গ্রুপ ১-এর পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুই দলের লড়াইয়ে টসে জিতে আগে ব্যাটিংয়েরে সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। প্রথম জয়ের দেখা পেতে চায় আফগানরা। অন্যদিকে ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে গেছে শ্রীলঙ্কা। এ ম্যাচ জয়ের ধারায় ফিরতে চায় লঙ্কানরা।
তবে রয়েছে বৃষ্টির শঙ্কা।
আসরে এখন পর্যন্ত একটি ম্যাচও জেতেনি আফগানিস্তান। যে দুটি পয়েন্ট এসেছে তা বৃষ্টির কল্যাণে। আজও রয়েছে বৃষ্টির শঙ্কা। এ নিয়ে আফসোস ও করতে পারে আফগানরা। তবে সেই আফসোস তখনই গ্রহণযোগ্যতা পাবে যখন তারা ম্যাচে জয় তুলতে পারবে।
এর আগে চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচেই আইরিশদের হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল এশিয়ার চ্যাম্পিয়নসরা। তবে এরপর পরই মুদ্রার উল্টো পিঠ দেখতে হয়েছে তাদের। পরের দুই ম্যাচেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হারতে হয়েছে তাদের। এ ম্যাচে তাই জয় ভিন্ন পথ নেই লঙ্কানদের সামনে। সমীকরণের মার প্যাচে যাওয়ার আগে জয় চায় লঙ্কানরা।
শ্রীলঙ্কা একাদশ: কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চরিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, প্রমোদ মদুশান, মহেশ রাজন, কাসুন রাজিথা, লাহিরু কুমার।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), উসমান গনি, ইব্রাহিম জাদরান, নজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নায়েব, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমাতুল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ, ফজলহক ফারুকী।