সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার বড়হর দক্ষিণপাড়া গ্রামের তারিকুল ইসলাম (১৯) এবং রায়গঞ্জ উপজেলার হাট পাঙ্গাসী গ্রামের রাজু (২৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে বড়হর দক্ষিণপাড়া গ্রামের ৭ বছরের এক শিশুকে ঘাসের জমিতে নিয়ে ধর্ষণ করে তারিকুল ইসলাম। অন্য দিকে, রবিবার সন্ধ্যায় উপজেলার বাঁখুয়া গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে ১০ বছরের এক শিশুকে ধর্ষণ করেন রাজু।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টার ব্যবধানে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় দু’টি ধর্ষণ মামলা দায়ের করা হয়। পরে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়েছে। বিকেলে আসামিদের আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।