মালিক-শ্রমিকদের বাস-ট্রাক পরিবহন বন্ধে সরকারের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।
তিনি বলেন, বিএনপির জ্বালাও পোড়াও কর্মকাণ্ডের ভয়ে আতঙ্কিত হয়ে গণসমাবেশের সময় মালিক-শ্রমিকরা বাস-ট্রাক পরিবহন বন্ধ রাখে।
মঙ্গলবার (১ নভেম্বর) মাদারীপুরের পাকদি এলাকায় ‘চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন এ পরিবহন নেতা।
শাজাহান খান বলেন, বিএনপির বিভিন্ন গণসমাবেশে মালিক-শ্রমিকরা তাদের পরিবহন দিচ্ছে না।
কিন্তু তারা আওয়ামী লীগের বদনাম করছেন। অবস্থা এমন যেন উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপাচ্ছেন। তাদের সব কথাই কল্পনা প্রসূত। তারা মিথ্যাচার করছে, বরং তারা নাশকতা চালাচ্ছে। তাদের ভয়ে সাধারণ মানুষ পর্যন্ত মাঠে নামছে না। আগামীতে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নিবে না সরকার। তাদের উচিত জবাব দেয়া হবে।
শাজাহান খান আরও বলেন, দেশে আর কোনদিনও তত্ত্বাবধায়ক সরকার আসবে না। এটা মহামান্য উচ্চ আদালতের রায়ের মধ্য দিয়েও নির্ধারণ হয়ে গেছে। সুতরাং জনগণকে সঙ্গে নিয়ে তাদের ভোটেই আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। বিএনপির বিগত দিনের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণেই জনগণ তাদের ভোট দিবে না।
সার্বিক বাস ডিপো চত্বরে অনুষ্ঠিত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাফিজুর রহমান খান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাশার, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ।