এখন পর্যন্ত সেমির রেসে বেশ শক্ত অবস্থানে বাংলাদেশ। সেই স্থান আরও পাকাপোক্ত করতে আজ সেমির রেসে হারানো চায় ভারতে। বাংলাদেশ সময় দুপুর ২টায় অ্যাডিলেড ওভালে মাঠে নামবে বাংলাদেশ-ভারত। তবে এ ম্যাচেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি।
এর আগে টি২০ বিশ্বকাপে সবশেষ ২০১৬ সালে মুখোমুখি হয়েছিল দু’দল। যেখানে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতকে প্রায় হারিয়েই দিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি। ১ রানে নাটকীয়ভাবে হেরে যায় বাংলাদেশ। তবে আজও সেই হারের ক্ষত পুড়াই বাংলাদেশের ক্রিকেট-প্রেমীদের। সেই ক্ষতে প্রলেপ দেওয়ার ম্যাচ আজ। তবে সেক্ষেত্রে অ্যাডিলেড ওভালে সাকিব আল-হাসানের দলের লিখতে হবে মহাকাব্য।
অ্যাডিলেড ওভালে নতুন করে মহাকাব্য লিখতে হবে না বাংলাদেশকে। এর আগেও এই মাঠে সুখ স্মৃতি রয়েছে বাংলাদেশের। এই মাঠেই ২০১৫ সালে ইংল্যান্ডকে বিদায় করে রূপকথার গল্প লিখেছিল টাইগাররা। এবারও টাইগারদের হাতছানি দিয়ে ডাকছে আরেকটি রূপকথা। যেখানে ভারতকে হারাতে পারলে সেমির পথ অনেকটাই সহজ হয়ে যাবে বাংলাদেশের সামনে।
অন্যদিকে ভারতও চাইবে জয় তুলে সেমির পথে পা বাড়াতে। সবশেষ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে হেরে যাওয়ায় সেমিতে ওঠা কিছুটা কঠিন হয়েছে তাদেরও। ফলে জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না রোহিত শর্মার দল। শক্তিমত্তায়ও বাংলাদেশের থেকে ডের এগিয়ে ভারত। তবে বাংলাদেশকে সাহস যোগায় সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে ক্রিকেটারদের আগ্রাসী মনোভাব। প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেলেই কেমন জানি শারীরই ভাষা পরিবর্তন হয়ে যায় বাংলাদেশি ক্রিকেটারদের। শেষ পর্যন্ত লড়ে যায়। উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠ থেকে গ্যালারি হয়ে মাঠের বাইরেও।
তবে অ্যাডিলেডে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে নির্ধারিত সময়ে ম্যাচ মাঠে গড়ালেও মাঝে বাগড়া বাধাতে পারে বৃষ্টি। ফলে কমে আসতে পারে ম্যাচের পরিধি। তাই টস খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করবে এ ম্যাচে। বাংলাদেশ দলের একাদশে পরিবর্তের সম্ভাবনা কম। তবে গত দুই ম্যাচে একজন বোলার কম খেলানো ভুগিয়েছে বাংলাদেশ অধিনায়ককে। বিবেচনা করা হতে পারে এ বিষয়টি।