কুড়িগ্রামের উলিপুরে ৩৪ বোতল বিদেশি অফিসার চয়েস মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার দলদলিয়া ইউনিয়নের বামন পাড়া গ্রামের নুর হোসেনের পুত্র বায়েজিদ বোস্তামী (২২) ও মৃত কছির উদ্দিনের পুত্র শফিকুল ইসলাম (৩৪)।
জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধামশ্রেণি ইউনিয়নের সোবহান বাজার এলাকায় পাকা রাস্তার উপর মাদক বিক্রির খবর পায় উলিপুর থানা পুলিশ। পরে এসআই আতিকুজ্জামানের নেতৃত্বে এসআই রুহুল আমীন, আজিজুল হাকীমসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বায়েজিদ বোস্তামী ও শফিকুল ইসলামকে ৩৪ বোতল বিদেশি অফিসার চয়েস মদ, মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেল সহ গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।