চালককে হত্যা করে প্রাইভেটকার ছিনতাইয়ের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বুধবার (২ নভেম্বর) গাজীপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৩ নভেম্বর) খুলনায় র্যাব-৬ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাক আহমেদ।
গ্রেপ্তার আসামিরা হলেন, খুলনার তেরখাদা উপজেলার হুসাইন ইমাম (৩০) ও গোপালগঞ্জ সদর উপজেলার এসএম ফেরদাউস (৩৭)।
জানা যায়, আসামিরা কুয়াকাটায় বেড়াতে যান। সেখান থেকে গোপালগঞ্জে ফেরার পথে নতুন মডেলের ব্যয়বহুল প্রাইভেটকার ভাড়া করেন। পথে গাড়িচালককে চেতনানাশক ইনজেকশন দেন। পরে তার মুখ, হাত ও পায়ে কসটেপ পেঁচিয়ে হত্যা করেন। তখন নিহত গাড়িচালককে গোপালগঞ্জে মোকসেদপুর উপজেলায় মরদেহ ফেলে ওই প্রাইভেটকার নিয়ে আসামিরা গাজীপুর চলে যান। তথ্য প্রযুক্তির সাহায্যে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর এ হত্যার ঘটনা ঘটে।