আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলা করবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লা আল মামুন।
শুক্রবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ সদর থানা কমপ্লেক্সে পুলিশ মল এবং সুনামগঞ্জ পুলিশ লাইনে ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
আইজিপি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে। র্যাব, গোয়েন্দা সংস্থা ও প্রশাসন এক সঙ্গে কাজ করেছে।
সবাই একত্রে কাজ করায় হলি আর্টিজানের পর দেশে তেমন কোনো বড় দুর্ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, জঙ্গি ও সন্ত্রাস মোকাবিলায় পুলিশের প্রশিক্ষণ আছে। তাই পুলিশ জঙ্গিদের চেয়ে এগিয়ে। এজন্য সবসময়ই পুলিশ সফল হয়েছে।
এ সময় উপস্থিত ছিলে সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, পুলিশ ট্রেনিং সেন্টার ইন সার্ভিসের এসপি নিকুলিন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. সুমন মিয়া, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী প্রমুখ।