বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। বরিশাল বিভাগীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় পথে তার বহরের বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়েছে। হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলেও জানা গেছে।
শনিবার (৫ নভেম্বর) সকালে বরিশালের গৌরনদীর মাহিরা বাজারে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বরিশাল বিএনপির সমাবেশের উদ্দেশে ভোরে ঢাকা থেকে একটি গাড়িবহর নিয়ে রওনা হন।
গাড়িবহরে হামলার বিষয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বিএনপির সমাবেশগুলোতে গণজোয়ার আটকাতে না পেরে সমাবেশস্থলে যাওয়ার পথে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ দিয়ে হামলা করা হচ্ছে। কাপুরুষের মতো রাতের আঁধারে গাড়িবহরে চোরাগুপ্তা হামলা করে পালিয়ে যাচ্ছে। এমন চোরাগুপ্তা হামলায় আমরা দমে যাওয়ার পাত্র নই। যত হামলায় করুক না কেন, কোনো বাধাই এবার বিএনপি নেতাকর্মীদের দমাতে পারবে না।
জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপক্ষে সরকারের দাবিতে বিভাগীয় (দলের সাংগঠনিক বিভাগ) পর্যায়ে সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগীয় সমাবেশ সম্পন্ন করেছে দলটি।