প্রতিনিয়তই নতুন কিছু নিয়ে হাজির হয়ে অনুরাগীদের চমকে দেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। অভিনয়, গান, প্রযোজনা, স্টেজ শো, আবৃতি- এসব নিয়ে ব্যস্ত সময় পার করছেন আলোচিত-সমালোচিত হিরো আলম। তবে এসবের বাইরে হঠাৎ করেই হাইকোর্টে হাজির হিরো আলম। গতকাল রোববার সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে দেখা হয় হিরো আলমের।
এ সময় তিনি মাস্ক পরিহিত ছিলেন।
পারিবারিক একটি ঝামেলায় তিনি হাইকোর্টে আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন বলে গণমাধ্যমকর্মীদের জানান হিরো আলম নিজেই।
হিরো আলম বলেন, আমি একটা মেয়ের উপকার করার জন্য আইনজীবীর সঙ্গে দেখা করতে এসেছি। মেয়েটি আমার আত্মীয় হন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষের জীবনে একবার ভাইরাল হওয়ার শখ থাকে। আমি তো প্রতিমাসেই ভাইরাল হই।
এ সময় হিরো আলমের সঙ্গীরা সাক্ষাৎকার দিতে নিষেধ করেন। পরে তিনি আর কথা না বলে আদালত এলাকা থেকে চলে যান।